বুধবার, ২৫ এপ্রিল, ২০১২

স্বাগতম আমরা বাংলাদেশী ফ্রিল্যান্সার



আমরা বাংলাদেশী  ফ্রিল্যান্সার ব্লগ/ফেসবুক পেজ এর মাধ্যমে আমরা  সকল বাংলাদেশীরা  অনলাইনের এই বিশাল  
ফ্রিল্যান্স জগতের সাথে মিলিত হব এবং এর সম্পরকে অনেক কিছু জানবো ।এখানে আমরা সবাই সবার অভিজ্ঞতা অন্যা্ন্যদের সাথে  শেয়ার করব এবং অনলাই ফ্রিল্যান্স এ যারা নতুন আসতে চায় তাদের আমরা সকলে মিলে সাহায্য করব।
যাতে নতুনেরা ও সফলতার মূখ দেখতে পারে।

যেখানে অন্যান্য  দেশ  ফ্রিল্যান্সিন  এর মাধ্যমে তাদের দেশকে অনেক উন্নত করছে,সেখানে আমাদের এই মাতৃভূমি  বাংলাদেশ   তুলনামূলক ভাবে  অনেক পিছিয়ে আছি।
অতএব আমরা যারা সামান্য কিছুটা হলেও ফ্রিল্যান্সিন করি আমাদের কাধেই কিন্তু  ক‍‌‍‌তব্যটা আসে।
অতএব আমরা  যাই পারিনা কেন তা দিয়েই  যেন অন্যকে সাহায্য করতে পারি এবং আমরাও আমাদের  যথা সাধ্য চেস্টা করে যাব।
এই ব্লগ এ  নিয়মিত   ফ্রিল্যান্সিন  উপর  পোস্ট  দেয়া হবে।
আসা করি সব  সময় আমাদের সাথেই থাকবেন।
আমাদের  দেশেকে  ফ্রিল্যান্সিন  এ আরও  উন্নত করার লক্ষে  আমাদের সকলেরই  এই সামান্য চেস্টা।
ধন্যবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন